বর্ণময় অভিনেতা নাট্যযোদ্ধা মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার গিরিশ কারনাড- এর জন্য ১৯ মে প্রয়াত হয়েছেন ১০ জুন: তাঁকে শ্রদ্ধা।

এক থা টাইগার
তমাল সাহা

বন্দুক উঁচিয়ে শবদেহের পাশে
গান স্যালুটের তড়পানি অসহ্য ছিল যার—
তার নাম কি?

সে বলেছিল, মৃতদেহ মানে মরা শরীর।
এত ফুল আর সুধীজনের সমাবেশের
কি প্রয়োজন? এটা কোন উৎসব?
কে বলেছিল এ কথা?

তুমি নাগরিক,রাষ্ট্র তোমার।
রাষ্ট্রকে নিশ্চিত প্রশ্ন করবে তুমি।
প্রয়োজনে রাষ্ট্রের মুখোমুখি হবে।
কার উক্তি ছিল এমন?

যযাতি ও তুঘলককে পাশাপাশি রেখে
ধর্মীয় মৌলবাদকে ধাক্কা মেরেছিল কে?
কি তার নাম?

সে জানতো, প্রতিবাদে নিরাময়-শুশ্রূষা অন্তর্লীন থাকে,
তাই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেমেছিল পথে।
গলায় ঝুলছিল ‘নট ইন মাই নেম’ এবং
‘মি টু আরবান নকশাল’ প্লাকার্ড।
জানো কি তার নাম?

ছ’শ থিয়েটার কর্মীকে জড়ো করেছিল সে।
সোচ্চারে বলেছিল,
উগ্ৰ হিন্দুত্ববাদ দূর হটো।
এমন সাহসী উচ্চারণ কার?

গিরিতে শয়ন করে নি সে,
মাটিতেই ছিল চলমান।
মানব সংস্কৃতি চেতনায় ছিল বহমান।
সম্পূর্ণ মানুষ গিরিশ কারনাড,
আরও চাইছো তার প্রমাণ?

লেফট রাইট লেফট…
একদিন হেঁটেছিল সে ভারতীয় গাঁয়ে
পথ ছিল তার মানুষের দিকে—বাঁয়ে।