অবতক খবর,৫ সেপ্টেম্বরঃ এক ডিলার থেকে আরেক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে চোপড়া বিডিও অফিসে বিক্ষোভ রেশন গ্রাহকদের। এই ঘটনায় চোপড়া বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে স্হানীয় এক ডিলারের কাছ থেকে রেশন নিত গ্রাহকরা। হঠাৎ আচমকা প্রায় ৩ হাজার গ্রাহকদের রেশন কার্ড অন্য এক রেশন ডিলারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়।
গ্রাহকরা আগের ডিলারের কাছে রেশন নিতে গেলে তারা জানতে পারেন তাদের কার্ড দুরে অন্য এক রেশন ডিলারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে ক্ষোভে ফেটে পড়েন রেশন গ্রাহকরা। এরপর মঙ্গলবার চোপড়া বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাতে শুর করে রেশন গ্রাহকরা। ঘটনায় বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ।