অবতক খবর,২ মার্চ, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান: এক নাবালিকা কিশোরীর বিয়ে বন্ধ করল মন্তেশ্বর ব্লক প্রশাসন ও মন্তেশ্বর থানার পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই দিন মন্তেশ্বর ব্লকের দেনুড় পঞ্চায়েত এলাকা থেকে এক নাবালিকা কিশোরীর বিয়ের আয়োজনের খবর আসে । খবর পেয়ে মন্তেশ্বরের বিডিও নির্দেশে ব্লক প্রশাসনের পক্ষে যুগ্ম বিডিও সোমনাথ সাউ মন্তেশ্বর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হন এবং বিয়ের আয়োজন বন্ধ করেন।
বিডিও সঞ্জয় দাস বলেন, নাবালিকার বিয়ের খবর পেয়ে ব্লক প্রশাসনের প্রতিনিধিরা সেখানে পৌঁছান।
১৮ বছরের নীচে নাবালিকার বিয়ে দেওয়া আইনত অপরাধ এবং কম বয়সে বিয়ে দিলে তার কুফল কি হয় সে বিষয়ে কিশোরীর পরিবারের লোকজনদের বোঝান। ওই কিশোরীর অভিভাবকরা ১৮ বছর হওয়ার আগে বিয়ে না দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান ব্লক প্রশাসন।