অবতক খবর,৮ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃএক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত জবা মাঝি বয়স ৩০ বছর কাটোয়া থানার বৈঁচি গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে স্বামীর স্বামীর সঙ্গে বকাবকি হওয়াতে অভিমানে বৃহস্পতিবার বিকাল নাগাদ বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে ওই গৃহবধূ। ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পাড়া-প্রতিবেশীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

বাড়িতে দুই নাবালক সন্তান রয়েছে তার। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে যায়।
পুলিশ জানায় ঘটনায় এখনো কোনো অভিযোগ জমা পরেনি মন্তেশ্বর থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।