নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর :: এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে গোয়ালপোখরে।শনিবার ভোর বেলা গোয়ালপোখর থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর ঘোড়ামারার একটি জলাশয় সংলগ্ন এলাকা থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়।
শরীরে রক্তের চিহ্ন থাকায় তাকে খুন করে মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের একাংশের। যদিও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, এটি সম্ভবত জলে ডুবে মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। তবুও মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে।
কিশোরের নাম আকাশ রায়(১৬)। শুক্রবার সন্ধ্যায় সে বাড়ি থেকে কোথাও যাবার জন্য বের হয়ে এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। রাতভর বাড়ির লোকজন ওই কিশোরের বন্ধুবান্ধব তথা তাদের আত্মীয় পরিজনের কাছে খোঁজ করলেও কোন সন্ধান মেলেনি। এরপরে শনিবার সকালবেলা পুকুরের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের উপরের অংশে রক্তের চিহ্ন রয়েছে। আচমকা এই মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা শোকে রীতিমতো আছড়ে পড়ছেন। কিভাবে এই মৃত্যুর ঘটনা তা পরিষ্কার নয় আপাতত কারোর কাছেই।