অবতক খবর,৩ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জ্বরের কারণে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বেডে বসেই উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষা দিচ্ছে। ওই পরীক্ষার্থী মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ে তার পরীক্ষা কেন্দ্র।
ওই ছাত্রীর মা জানান গত সাতদিন ধরে তার মেয়ে জ্বরে আক্রান্ত। জ্বর না কমায় দিন তিনেক আগে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তাকে। কিছুটা সুস্থ হওয়ায় পরীক্ষা দেওয়ার জন্য মানসিক প্রস্তুত হয় ওই ছাত্রী। এই দিন মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ থেকে হাসপাতালেই ওই পরীক্ষার্থীর ওই পরীক্ষার্থীর পরীক্ষার নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ।
এই দিন ওই পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থার সব রকম সহযোগিতা করেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহামেদ হোসেন শেখ।