অবতক খবর,২৭ ডিসেম্বর: এক অজ্ঙাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হল জাতীয় সড়কের পাশ থেকে।শুক্রবার সকালে করনদীঘি থানার পুলিশ আলতাপুর থেকে মৃতদেহটি উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে,আনুমানিক বছর পঁচিশের মহিলাটি করনদীঘি থানার আলতাপুর এলাকাতে ঘুরে বেড়াতো।এলাকার মানুষেরা খাবার দিলে তা গ্রহন করতো।গতকাল তাকে এলাকাতে দেখা গেছে।পুলিশের অনুমান,মানসিক ভারসাম্যহীন মহিলাটি প্রচন্ড ঠান্ডাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকতে পারে।করনদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গন্জে পাঠিয়েছে।মহিলাটির পরিচয় জানতে প্রয়াস চালাচ্ছে পুলিশ।