অবতক খবর,১০ ফেব্রুয়ারী,ইসলামপুর: একেই ব্যক্তির দুই রাজ্যের ভোটার লিস্টে নাম। সেই ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামলেন স্হানীয়রা। এ ছবি ইসলামপুর ব্লকের গুঞ্জেরিয়া এলাকায়। ভুয়ো ভোটার খুঁজতে তৃণমূল কর্মীদের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশর পর একাধিক জায়গায় ভুয়ো ভোটার খুঁজে বেড় করেছেন তৃণমূল নেতৃত্বরা। এবার ইসলামপুর ব্লকের গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামলেন স্হানীয়রা।
অভিযোগ, গত এক বছর আগে ইসলামপুর ব্লকের গুঞ্জেরিয়া এলাকা থেকে ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছিল। অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার খুঁজে অনেকের নাম বাদ দেওয়া গেলেও এখনও অনেকে ভুয়ো ভোটারের নাম বাংলা ও বিহার এই রাজ্যের ভোটার লিস্টে নাম রয়েছে বলে দাবি স্হানীয়দের। হাতে দুই রাজ্যের ভোটার লিস্ট নিয়ে ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামলেন স্হানীয় তৌসিফ রেজা নামে এক ব্যক্তি। তার দাবি গুঞ্জেরিয়া এলাকায় এখনও অনেকে ভুয়ো ভোটার রয়েছে। যাদের নাম দুই রাজ্যের ভোটার লিস্টে রয়েছে। বিষয়টি নিয়ে ফের প্রশাসনের দারস্থ হবেন বলে জানান তিনি