Aabtak Khabar,2 July: উত্তর ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর কুড়ি টাকা নেওয়া হচ্ছে। তার পাশাপাশি এলাকার বেহাল রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পৌর পরিষেবা নেই বললেই চলে।

এমনই অভিযোগ তুলে আজ উত্তর ব্যারাকপুর পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো সিপিআইএম। এই সমস্ত কাজ অবিলম্বে করতে হবে এই দাবি নিয়ে পৌরপ্রধানের কাছে একটি ডেপুটেশনে জমা দেন তারা। যদিও সমস্ত কাজ শীঘ্রই হবে বলে আশ্বস্ত করেন পৌরপ্রধান মলয় ঘোষ।