অবতক খবর,১৯ সেপ্টেম্বরঃ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক ব্লকের পান্জিপারা গ্রাম পঞ্চায়েতে ৩৪ লক্ষ টাকা ১০০ দিনের কাজের টাকা বাকি রয়েছে এবং যারা ১০০ দিনের কাজ করেছিলেন লাগাতার তিন বছর ধরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আসছেন তবে গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন আমরাও টাকা পাইনাই কেন্দ্র সরকার টাকা বন্ধ করে রেখেছে তার কারণেই আমরাও টাকা দিতে পারছি না এর কারনে হতাশ হয়ে পড়ছেন যারা ১০০ দিনের কাজ করেছিলেন তারা আজ সেই ১০০ দিনের কাজ করা শ্রমিকরা গ্রাম পঞ্চায়েতে আসেন এবং টাকা না পেয়ে হতাশ হয়ে বাড়ি যান তবে এক শ্রমিক জানিয়েছেন আমার বাবা ও আমি কাজ করেছিলাম তিন বছর আগে সে টাকাও পায়নি প্রধান জানিয়েছেন যে টাকা পায়নি তার কারণে টাকা দিতে পারছিনা ফলে আমরা হতাশ।

পাশাপাশি গোয়াগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানও জানিয়েছেন যারা ১০০ দিনের কাজ করেছিলেন তারাও টাকা পাচ্ছেন না গাও গ্রাম পঞ্চায়েতে প্রতিনিয়ত এসে তারা ঘুরে যাচ্ছেন। তবে এই টাকা পেলে যারা দিনমজুরি কাজ করেছিলেন রোদে পুড়ে তাদের মুখে হাসি ফুটতো।