অবতক খবর,২ ফেব্রুয়ারি,মালদা :- নুন আনতে পান্তা ফুরায় বসন্তকুমার বাইন তিনি একতারা নিয়ে গান করে ভিক্ষে করে বেড়ান হঠাৎই তার বাড়িতে আধিকারিকদের পদার্পণ তা দেখে অবাক হয়ে গেছিলেন তিনি। বসন্তকুমার বাইন বয়স তার ৭০ বাড়ির গাজোলের মাজরা গ্রাম পঞ্চায়েতের শালবনা এলাকায়।

ঠিকমত কানে শুনতেও পান না যদি কেউ একটু জোরে করে বলেন তবে তিনি শুনতে পান চোখেও মাঝেমধ্যে আবছা দেখেন। মাননীয় মুখ্যমন্ত্রী সভা ছিল মালদায় তিনিও গেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে, তার সমস্যার কথাগুলো বলবেন কিন্তু তা আর বলা হলো না কি করে যাবেন তিনি এত কড়া নিরাপত্তার মধ্যে। ভাবলেন আমার মনে হয় আর দুঃখ, ভাতা হবে না সরকারি কোন সাহায্য হয়তো পাবো না।

তাকে নিয়ে খবর করলে সেটি দৈনিক পত্রিকায় প্রকাশ হলে বিষয়টি নজরে আসেন জেলা শাসকের তড়িঘড়ি করে জেলা শাসকের নির্দেশে, এই দিন উপস্থিত ছিলেন জেলা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং,বিডিও সুদীপ্ত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম বিডিও সুব্রত শ্যামল , সমস্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন। এবং সেই বৃদ্ধকে সমস্ত রকম সাহায্য করেন।