একটি সাচ্চা দিবস
তমাল সাহা

একটি সাচ্চা দিবস পেয়েছি আজ।
রাষ্ট্রপুঞ্জ এ দিবসটাতেই করেছে
কাজের মতো কাজ।

আজ বিশ্ব প্রাণী দিবস
দিবসটি আমার খুব পছন্দ।
হিংস্র প্রাণীর সংখ্যা বাড়ছে
আমার খুব আনন্দ।

বিশ্ব প্রাণী দিবসে সব প্রাণী আছে
মানুষকে দিয়েছে বাদ।
মানুষ কি তবে প্রাণী নয়
এতোদিন যা শিখেছি সব বরবাদ!

এতোদিন নিজেকে মানুষ ভেবেছি
কি বিশাল মাল!
আজ সব তালে গোলমাল।

মানুষ অ্যানিম্যাল, পশুরাও অ্যানিম্যাল
পশুরা দুটো জিনিস জানেনা যুদ্ধ ও ধর্ষণ।
মানুষ দারুণ অ্যানিম্যাল
অমানবিকতার চরম নিদর্শন।

রাষ্ট্রনায়করা
সবচেয়ে হারামি প্রাণী শয়তান।
ক্ষমতার স্বার্থে দাঙ্গা ধর্ষণ ঘটায়
যুদ্ধ বাধায়,নিহত অজস্র প্রাণ।