আজ পুরুষ দিবসে নিবেদিত
একটি রমণীয় খেলা
তমাল সাহা
যে পাহাড়টি মাথা উঁচু করে মেঘ ছুঁতে চায় সে কি পুরুষ,
না হলে মেঘের দিকে তার এতো আগ্রহ কেন?
মেঘ বোধ করি নারী
গর্ভিনী মেঘ থেকেই বৃষ্টি ঝরে পড়ে মাটির বুকে
বৃষ্টি কি মেঘ থেকে পুরুষ-জন্ম নেয়?
তবে তার ঔরস জলে মৃত্তিকা কেন শস্যবতী হয়?
পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাটি তো নারী
কত খরস্রোতা বেগ নিয়ে সে সমতলে ছুটে আসে
সে কী তখন যুবতী নদী হয়! তবে কেন সে সমুদ্র সঙ্গমে যায়
সমুদ্রের ঢেউ, সে কী উথাল পাথাল শারীরিক মৈথুন? তারপর সমুদ্রের বুকেই নদীর প্রশান্তি।
পুরুষ সমুদ্র জল নারী নদী জলের রমণীয় রমণ দেখব বলে আমি চলে যাই মোহনার দিকে
পুরুষ সূর্যের আলোতেই নারী চন্দ্রিমার স্তন থেকে জ্যোৎস্না গড়াতে থাকে পৃথিবীর দিকে
তুমি শব্দ ছাড়া কোন কবিতা হয়না
তুমি আমার বুকে কবে এমন নদী জ্যোৎস্না হবে!