অবতক-এর বিশেষ প্রতিবেদন
একটি মহা দুগ্গি মিছিলঃ খরচ ২ কোটি ৪১ লক্ষ টাকা
১লা সেপ্টেম্বর কলকাতায় হচ্ছে সেই ঐতিহাসিক মহা মিছিল। শারদ উৎসবে ইউনেস্কো স্বীকৃতি অর্জনের জন্য পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মিছিল।
এই ঐতিহ্যজনিত সম্মানের মূল পুরোধা গবেষক তপতী গুহ ঠাকুরতা। কিন্তু এই মিছিলের নেতৃত্বে রয়েছেন মহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার এই স্বীকৃতির প্রচারে তিনি ২ কোটি ৪১ লক্ষ টাকা জনকোষ থেকে ব্যয় করছেন বলে সূত্রের খবর।
মিছিলের পথ জোড়াসাঁকো থেকে ধর্মতলা। দূরত্ব সাড়ে তিন কিলোমিটার। মিছিলে থাকছেনরা ভিআইপি ও দশ হাজার ছাত্রছাত্রী। ‘যথার্থ পোশাকে সজ্জিত ৩০ জন মহিলা এবং ৩০ জন পুরুষ।
মিছিলের জন্য বিশেষ ১৪০০ ছাতা মাথায় দিয়ে হাঁটবেন ভিআইপিরা। এর জন্য ব্যয় হবে ৪ লক্ষ ৯৬ হাজার টাকা।
গাড়ি পার্কিং স্টিকার, আমন্ত্রণপত্র ,খাম জনিত ব্যয় ২ লক্ষ ৪৭ হাজার টাকা। মিছিলে কিছুতেই কালো ছাতা নিয়ে প্রবেশ করা যাবে না।
মিছিলে একটি উল্লেখযোগ্য দুর্গা মূর্তি থাকবে। সেই সংশ্লিষ্ট সব মিলিয়ে খরচ হবে ৭ লক্ষ ৮৪ হাজার টাকা।
অনুষ্ঠান মঞ্চ ও সর্বোত্তমাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ ব্যবস্থা,এতে খরচ হবে ১ কোটি ৩৭ লক্ষ টাকা।
দুগ্গি মিছিল
কেউ মরে বিল সেচে কেউ খায় কই
বাংলায় যে কত প্রবাদ! নেপোয় মারে দই।