অবতক খবর,১২ ডিসেম্বর: একটি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠল দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ গ্রামে । চেতনাগছ গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানিয়েছেন, বহু পুরনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি পরিবার যাতায়াত করত। এমনকি গ্রামের কিছু মানুষ এ রাস্তা দিয়ে কৃষি কাজ করতে যেত। কিন্তু পুরনো জমি কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ হয় গত রবিবার। সেই বিবাদ এর জেরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ চেতনাগছ নিবাসী জাকির হোসেনের। জাকির আরো জানিয়েছেন রাস্তা বন্ধের ফলে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের।

তবে জাকির হোসেনের এই অভিযোগের ভিত্তিতে তজীবউদ্দিনের পিতা শামসুদ্দিন অবস্য জানিয়েছেন এটি রাস্তা ছিল না, ছিল আঙ্গিনা। গ্রামের মানুষও যাতায়াত করতো না শুধু একটি পরিবার যাতায়াত করত। এমনটাই জানিয়েছেন শামসুদ্দিন।অন্যদিকে জাকির হোসেনের অভিযোগ যে তোজীবুদ্দিন সহ বেস কয়েক জন এই রাস্তা বন্ধ করেছে কিন্তু তিজীবউদ্দিনের পিতা শামসুদ্দিন জানিয়েছেন তজীবউদ্দিন বাড়িতে নেই। তিনি বিদেশে গেছেন কাজ করতে।।

তবে রাস্তা বন্ধের এই অভিযোগের ভিত্তিতে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যসা মাহমুদা বেগম জানিয়েছেন রাস্তা ছিল , গ্রামের কিছু মানুষ যাতায়াত করত কিন্তু জমি কার সেটা আমি জানি না। মাহমুদা বেগমের প্রতিনিধি বাবুল হোসেন অবশ্য ব্যাপারটিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।।অন্যদিকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান জানান রাস্তা বন্ধ করা কোন মতেই কাম্য নয়। তিনি অভিযোগ কারিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ দিয়েছেন।