অবতক খবর,৩ অক্টোবরঃ রবিউল শেখ কায়া নামে এক যুবককে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ পাকড়াও করল ভগবানগোলা থানার পুলিশ।
চর শফি ভাজি পাড়ার টাওয়ার পাড়া এলাকা থেকে এক যুবককে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে ভগবানগোলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় পুলিশ গোপনে আগাম খবর পেয়েছিল রবিউল শেখ কায়া নামে এক যুবক একটি ঘুরে বেড়াচ্ছে এই খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে এবং তাকে সার্চ করলে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে ওই যুবককে আজ ভগবানগোলা থানার পুলিশ লালবাগ মহকুমা আদালতে পাঠায় পাঁচ দিনের রিমান্ডে যে কোর্টে পাঠিয়েছে বলেই ভগবানগোলা থানার পুলিশের পক্ষ থেকে জানা যায় আজ মঙ্গলবারের দিন।