মনসৃজা বৃক্ষের কাছে- কাব্যগ্রন্থ থেকে
একটি কবিতার জন্য
তমাল সাহা
একটি প্রেমের কবিতার জন্য
বাংলা বর্ণমালার কাছে
আমি হাঁটু মুড়ে বসি।
কত অক্ষর সরলরৈখিক
বক্রাকারে কৌণিক
সমান্তরালে সাজাই
এখনো প্রেমের একটিও কবিতা
লিখে উঠতে পারিনি।
তুমি আমাকে কখনও
প্রেম দিতে পারোনি।
বলেছো, ওই দেখ!
হুতাশন বিস্তৃত চতুর্দিকে
পাবক শিখা উর্দ্ধমুখী ধায়
ওর কাছে দহনের দীক্ষা নে!
তারপরে আসবি প্রেমের কবিতায়।
তুমি আর কত
আগুনে পোড়াবে আমায়!
খিদে আর নিরাশ্রয়ের
আগুনের উপর দিয়ে
হাঁটতে হাঁটতে চলেছি আমি
হে প্রিয় বর্ণমালা!
কবে আমি অগ্নিশুদ্ধ হব
তুমিই বলো আমার বর্ণমালা।
মানুষের সামনে দাঁড়িয়ে
আমি সোচ্চারে পাঠ করতে চাই
একটি প্রেমের কবিতা
ভালোবাসার শিমুল তুলো হয়ে
উড়ে যাবে বাতাসে।
একটি কবিতার জন্য
আমার এ দীর্ঘ পদযাত্রা।