আজ প্রবীণ দিবস
একটি কথোপকথন
তমাল সাহা
না, না,
তুমি কিছুতেই নও প্রৌঢ়, প্রবীণ!
বলছে আমার প্রেমিকা।
কাছে কেউ নেই
সে আর আমি পরস্পর একা।
তবে কি?
তুমি এখনো তরুণ, নবীন।
কেন?
এখনো তুমি দিতে পারো চুম্বন
আমাকে দিতে পারো স্পর্শ-আলিঙ্গন।
তাই নাকি!
তোমাকে, তোমাকে আমার ভীষণ প্রয়োজন।
আবার জিগ্যেস করি কেন?
এর কোনো উত্তর নেই।
পৃথিবী সূর্য সাতপাকে বাঁধা–
এটা তো জানো!