অবতক খবর,৫ অক্টোবর,অভিষেক দাস,মালদা:-একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়লো মালদার ইংরেজবাজার পুরসভার বিস্তীর্ণ এলাকা। একইভাবে পুরাতন মালদা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে বাসিন্দাদের। বৃহস্পতিবার দুপুরে এই পরিস্থিতির মধ্যে ইংরেজবাজার পুরসভার বাঁধ রোড এলাকার মহানন্দা নদীর তীরবর্তী জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণ বিলি করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া।
এদিন ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাসের উপস্থিতিতে মহানন্দা নদীর সংলগ্ন বানভাসি মানুষদের ত্রাণ বিলি করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। তিনি বলেন বুধবার গভীর রাত থেকে ব্যাপকহারে বৃষ্টি শুরু হয়েছে মালদায়। যার ফলে অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেইসব এলাকার পরিস্থিতির তদারকি করা হয়েছে। মহানন্দা নদীর তীরবর্তী যেসব এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার বাসিন্দাদের জন্য থাকার ফ্লাড সেন্টারে আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি ত্রাণ বিলি করা হয়েছে।
এদিকে সারারাত বৃষ্টির জেরে হাবুডুবু অবস্থা মালদা শহরের। ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। জলমগ্ন শহরের বেশ কিছু হাইস্কুল এবং মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল।