অবতক খবর :: উত্তর দিনাজপুর :: একটানা বর্ষণে প্লাবিত হলো গোটা গ্রাম । একাধিক ঘরে যেমন ঢুকে পড়লো জল তেমনি জল জমে থাকায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ত্রাণের দাবি তুলেছেন।
এলাকার বাসিন্দা ফইজুর রহমান বলেন ,আচমকা বৃষ্টিতে জল জমে গেছে ওই এলাকায় । ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সমস্ত কিছু । এলাকার বাসিন্দারা ঘরবন্দি হয়ে রয়েছেন। বাইরে বের হতে পারছেন না। অবিলম্বে নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি তুলেছেন তিনি।
এলাকার বাসিন্দা পিন্টু লায়েক, বরুণ পাল ও রাজু সিংহরা বলেন বর্ষা চলে এলো ।তাই অবিলম্বে যাতে সেখানকার সম্পূর্ণ নিকাশি ব্যবস্থা করে তোলা হয় এলাকার বাসিন্দাদের স্বার্থে সেই দাবি জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানকে।
সাহাপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় সিংহ জানান, সাময়িক ভাবে সেখানে জেসিপি মেশিনের সাহায্যে কাঁচা নর্দমা তৈরি করে জল বের করার চেষ্টা করছেন এবং ওই এলাকায় পাকা নর্দমার জন্য ইতিমধ্যেই বরাদ্দ হয়ে গেছে ।খুব শীঘ্রই কাজ শুরু হবে। এবং ফসলের ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়টি ভেবে দেখা হবে।