অবতক খবর,১২ ফেব্রুয়ারি: একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে সোমবার আরামবাগে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় l আরামবাগ কালিপুর মাঠে আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রীর এক ঘণ্টা বক্তব্যে উঠে আসে হুগলি জেলার বিভিন্ন মহকুমার গত কয়েক মাসে কাজের খতিয়ানের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রকল্পের খতিয়ান lপাশাপাশি তার বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় সরকারের সমালোচনা,তিনি বলেন কেন্দ্রীয় সরকারের টাকা ঠিকমতো না পাওয়ায় ব্যাহত হচ্ছে রাজ্যের উন্নয়ন l

এরই সাথে মঞ্চে *সাংসদ দেবের অন্যতম অভিযোগ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি*, তার জবাবে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের কারণেই ব্যাহত হয় এই প্রকল্পের কাজ, তবে আর অপেক্ষা না করে আগামী দু’বছ ৩ বছরের মধ্যে সেই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন সরকারি সচিবদের lপাশাপাশি তিনি তুলে ধরেন সিঙ্গুর আন্দোলনের অন্যতম স্মারক স্তম্ভ তৈরি করার l এরই পাশাপাশি জানান আগামী *দু তিন মাসের মধ্যে পুরীর আদলে দিঘাতে জগন্নাথ মন্দিরের কাজ শেষ হবে* l সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর এই সফর কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো l