এই সময়ের কবিতা
তমাল সাহা

এক)
চোর বিষয়ক

চোরের কি লিঙ্গ আছে–
পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ?
তুমি তো এতদিন শোনোনি
পুংলিঙ্গে চোর হলে স্ত্রীলিঙ্গে চোরণী!

চোর কত প্রকার?
যদি জানতে চাও গাঙ্গেয়ভূমে এসো
তার তালিকা প্রকাশ করেছে
পশ্চিমবঙ্গ সরকার।

দুই)
মহালক্ষ্মীর পাঁচালি

মহালক্ষ্মী আছে টালির চালা ঘরে
সেন্ট্রাল এসি খেলা করে ঘরের ভিতরে।

ঘরের লক্ষ্মীরা বসে আছে পথে, তিন বছর ধরে
চাকরিটা বড় জরুরি।
মহালক্ষ্মীর ভাই অনেক
সব বড় খেলোয়াড় ওস্তাদ জহুরি।
লক্ষ্মীর ঝাঁপি তাহাদের ঘরে ঘরে
চালের পাহাড় অর্থ ভুরি ভুরি!

মহালক্ষ্মী বলে,
মেরে খাও খেতে খেতে মরো
‘আমরা সবাই চোর’– স্লোগানটিকে গা-সওয়া করো।

তিন)
চোরেদের মিছিল

তুমি বলিয়াছিলে
পৃথিবীতে নামিয়াছে অদ্ভুত আঁধার
আমি তো দেখি ভয়ার্ত অন্ধকার!
তুমি যত বড় কবি হও দেখ নাই
শত শত কন্যা বসিয়া আছে ধর্ণায় পথের উপর
কাঁদিতেছে তাহারা অবিরাম অনির্বার।

শোনো হে, কবি শঙ্খ ঘোষ শক্তি সুনীল!
তোমরা দেখো নাই
দুনিয়ায় আশ্চর্য ইতিহাস রচিতেছে বঙ্গভূমি
চোরেদের সমর্থনে রৌদ্রের ভিতর অভূতপূর্ব মিছিল!