বঙ্গীয় উপত্যকায় নির্বাচন আসন্ন। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক খুন, হত্যাকাণ্ড। বীজপুরেও রক্তপাতের ঘটনা ক্রমাগত আতঙ্ক ছড়ায়।
এই লাশ রাখবো কোথায়!
তমাল সাহা
জলপ্রপাতের ধারে দাঁড়াবো বলে কথা ছিল
কথা ছিল সৈকত ভূমিতে দাঁড়িয়ে দেখবো সামুদ্রিক ঢেউ
শুরু হয়ে গেছে অজস্র রক্তপাত
আজ নিহত কেউ তোমার
কাল খুন হয়ে যাবে আমার কেউ!
মানুষের অধঃপতন দেখে
শ্মশান চুল্লি জ্বলে আর
কেঁদে কেঁদে বলে,
‘কেন রে হতভাগা ছেলে
তুই ভিড়ে গেলি দলে?’
আগুন দল চেনে না
তার তো শুধু দাহনের কাজ
সে দায়িত্ব পালন করে চলে
আর দীর্ঘশ্বাস ফেলে…..