বিশ্ব নারী দিবসঃ ছ বছর হয়ে গেল, জেলবন্দি আছেন অধ্যাপিকা সোমা সেন।
ভিমা কোরেগাও মামলায় অভিযুক্ত। প্রধানমন্ত্রীকে নাকি হত্যার ষড়যন্ত্র তিনি করেছেন

এই মেয়েটা
তমাল সাহা

ঋতু তো চক্রাকারে ঘোরে
কতদিন হল আপনি গরাদের ভেতরে আছেন?
আপনাকে আমি জিজ্ঞেস করি।
এমন সুরে একটি কথা কবিকে বলেছিলেন
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন, এতদিন কোথায় ছিলেন?

দিদিভাই, কখনা জেলখানা ঘুরলেন
আপনি তো পুনের এরওয়াদা
জেনানা ফাটকে ছিলেন
এখনো কি আর্থ্রাইটিসে কাবু হয়ে পড়েন
বালতি করে গরম জল আনতে কুঠুরির বাইরে বেরুতে পারেন
হাজিরা দিতে বাড়ির লোকজনের সঙ্গে দেখা হয়
জল ভরতে গিয়ে কলতলায় জেলের সাথীদের সঙ্গে কথাবার্তা হয় ?

এই মেয়েটা প্রফেসর না হাতি!
কেউ বুঝবে এই চেহারার আড়ালে লুকিয়ে জ্বালছে মাও-বাতি!
পাক্কা মাওবাদী, ছুপা শয়তান।
এই মেয়েটা নাগপুর বিশ্ববিদ্যালয়–
ইংরেজি সাহিত্যে নাকি বিভাগীয় প্রধান?

মাও সে তুং, কী এমন লোক
কিসের এতো টান?
এসব বুঝি ভালো লাগে তোমার—
লংমার্চ, গেরিলা যুদ্ধ, ইয়েনান!
নাও,এবার জেল খাটো
দ্যাখো,কত চালে কত ধান?

গ্লুকোমায় তো ভুগছেন?
বই বুঝি তেমন পড়তে পারেন না!
চোখে জ্যোতি কম। মানুষের এত দুঃখ কষ্ট কী করে দেখেন?

এ মেয়েটা সে মেয়ে নয়
দেখতে শুনতে শান্ত ভারি।
বুকে আগুন, জেদি এক নারী।

নামটি শুনবেন?
নামটি তাহার সোমা সেন।

জেল খাটা প্র্যাক্টিস করছেন।
পিঞ্জরা থেকে কবে ছাড়া পাবেন?
এখন তো ফুলের মাস।
লাল ফুল সব ফুটে আছে শিমুল পলাশ কৃষ্ণচূড়ার মাথায়।

জেলখানার বাইরে
এখনো মানুষ এবং মানুষেরা আছে আপনার প্রতীক্ষায়!