অবতক খবর,২৩ ডিসেম্বর,অয়ন চ্যাটার্জী: বর্তমানের গবেষণায় ন্যাশনাল মিনিস্ট্রি অফ হেল্থ এর মতে গোটা বিশ্বে দশ হাজারেরও অধিক রোগের অস্তিত্ব পাওয়া গেছে তার মধ্যে ক্যান্সার রোগটি প্রায় ২০০টি রূপ, তার থেকেও সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল ধূমপানের কারণে ভারতবর্ষে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

অবশেষে যুগের পর যুগ গবেষণা করার পর বিশ্বের প্রথম রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয় এবং এই ভ্যাকসিনের একটি টিকার দাম ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকা, কিন্তু রাশিয়ার সরকার এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যবাসীর জন্য করেছে এবং তাদের আসল লক্ষ্য হলো দেশবাসীদের মহামারী মুক্ত করা।

তবে এই ভ্যাকসিনটি ক্যান্সারের রোগীকে সুস্থ করতে পারবে না, কিন্তু রাশিয়ার বিজ্ঞানীদের দাবি এই ভ্যাকসিনটি নিলে ৯৫ শতাংশ জনগণদের ক্যান্সার হওয়ার ভয় থাকবে না এবং ভ্যাকসিনটি দেওয়ার আগে চিকিৎসা করা রক্ত পরীক্ষা করে সেই অনুযায়ী ভ্যাকসিনটির টিকা শরীরে ইনজেক্ট করে তার পাশাপাশি বর্তমানে এই ভ্যাকসিনটির কোন সাইডএফেক্ট নেই বলে চিকিৎসকাদের দাবি।

ভবিষ্যতে ক্যান্সারের এই ভ্যাকসিনটি গোটা বিশ্বে তথা ভারতেও রাশিয়া থেকে সরবরাহ করা হবে।