অবতক খবর,২২ জুলাইঃ অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠক করে বললেন এই বাংলায় নারী নির্যাতনে সারা ভারতবর্ষের প্রথম পাঁচটা রাজ্যের মধ্যে নিজের স্থানটা দখল করতে পেরেছে। তিনি আরো বলেন নারী নির্যাতনে বাংলায় সংখ্যায় এক থেকে পাঁচের মধ্যে দাঁড়িয়ে আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তারপরে পরেই চলে আসছে পশ্চিমবঙ্গ। তিনি বলেন সমস্ত কিছু এখানে রিপোর্ট হয় না, রিপোর্ট বিহীন যে কত ঘটনা ঘটছে তা কেউ বলতে পারবে না।
তিনি বলেন কতশত নারী নির্যাতন হয় যেগুলো খবর হয় না যেগুলোকে থামিয়ে দেয়া হয় পুলিশ এবং সরকারি দলের সন্ত্রাস দ্বারা সেই সেই ঘটনার পরিসংখ্যা পেলে, হতবাক অবশ্যই হবে বলে তিনি মনে করেন। অধীর বলেন এই ঘটনা তীব্র নিন্দা করে অপরাধী যেই হোক সিভিক পুলিশ হোক যে দলেরই লোক হোক তারা তাদের বিরুদ্ধে উদাহরণমূলক শাস্তি ব্যবস্থা করা দরকার বলে অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে বলেন। বিজেপির ভিডিও অফিস ঘেরাও সম্বন্ধে অধীর রঞ্জন চৌধুরী বলেন ওদের এই আস্ফালন করার কোন প্রয়োজন নাই আমরাই প্রথমে বলেছি ভিডিও চুরি করেছে, ডি এম এর এখন কোন ক্ষমতা নাই, এখন ক্ষমতা বাংলার ভিডিওর। অধীর বলেন ভিডিওর বিরুদ্ধে 24 ঘন্টা অবস্থান করে প্রমাণ করেছি যে আজকের ভিডিও রা বাংলার রেডিও ছাড়া কিছু নয়। তিনি বলেন এই ডিএম এর জায়গায় বিডিও, আর এসপির জায়গায় আইসি। এটাই তৃণমূলের নতুন রাজনীতির পরিকাঠামো বললেন অধীর। তিনি ফুড সোলজার বলে সিভিক পুলিশের কথা বলেন। তিনি আবারও বলেন বিজেপি নেতাদের এখানে বড় বড় আস্ফালন করার কোন মানে নেই। তারা আস্ফালন করে মানুষের কাছে পৌঁছাতে পারছে না। তারা এখানে আস্ফালন করছে কিন্তু মোদি, দিদির বিরুদ্ধে একটাও কথা বলছে না।
মোদী বারবার করে ছত্রিশগড় রাজস্থানের কথা বলল কিন্তু বাংলার কথা বলল না। তিনি বলেন বাংলায় তৃণমূল নেতাদের যে প্রতিবাদ তাকে নস্যাৎ করছে নরেন্দ্র মোদি।