অবতক খবর,৪ জুলাই: রঘুনাথগঞ্জের বুকে এই প্রথম কৃষক ভাইদের সুবিধার্থে নিয়ে এসেছে আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন। ধান ,ভুট্টা,গম ও জব কাটার আধুনিক মেশিন। যার দ্বারা কৃষক বন্ধুরা অনায়েশে ১৫ মিনিটে এক বিঘা জমির ধান কাটতে পারবে।
তাছাড়াও রয়েছে বিশেষ সুবিধা। পাবেন সরকারি সাবসিডি। খুব অল্প খরচেই আপনি আপনার জমির ধান,ভুট্টা,জব,রায়,গম কাটতে পারবেন এই মেশিনের দ্বারাই।আধুনিক যন্ত্রের মাধ্যমে মাত্র ১৫ মিনিটে এক বিঘা জমির ধান কেটে মাড়াই, ঝাড়াই করা যাচ্ছে। ফলে টাকা ও সময় বাঁচাচ্ছে কৃষকের।
এই কম্বাইন হারভেস্টার মেশিন পরিদর্শনে আসেন কৃষি সহ অধিকর্তা ও কৃষি উচ্চ পদস্থ আধিকারিক গন।এদিন পরিদর্শনে এসে এক আধিকারিক বলেন কম্বাইন হারভেস্টার দিয়ে দিনে আট একর জমির ফসল কাটা যায়। অনুমান অনুসারে, আটজন শ্রমিক কঠোর পরিশ্রম করলে এক একর ফসল কাটতে একদিন সময় লাগতে পারে।
কৃষক ভাইয়েরা এই কম্বাইন হারভেস্টার মেশিন নিতে চাইলে সরকার ৪০% সাবসিটি দিচ্ছে সরকার।