অবতক খবর , রাজ্।, হাওড়া :-   বিজেপি নেত্রী এবং প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ জেপি নড্ডার ওপর হামলা রুখতে , ৩ আইপিএস অফিসার ব্যর্থ হওয়ার ঘটনাকে উর্দির লজ্জা বলে মন্তব্য করেন।

রবিবার হাওড়ার আমতায় এক অনুষ্ঠানে এসে তিনি বলেন এখানকার ৩ আইপিএস অফিসার জেপি নড্ডার কনভয় পাস করার দায়িত্বে থাকলেও তারা কোনো কাজ করেনি। তাদের উচিত ছিল আগে থেকে লাঠিসোটা, পাথর এবং ভিড় সরিয়ে দেওয়া। অনেক পুলিশ অফিসার ডিউটি থাকলেও তৃণমূল কর্মীদের রাস্তা থেকে সরায়নি।

তার অভিযোগ পুলিশ অফিসাররা মুখ্যমন্ত্রীকে তেল দিচ্ছে। এদের অবিলম্বে সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়া উচিত। কারণ এদের নিয়োগকর্তা রাষ্ট্রপতি।

এদের কাজ নয় পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকা। না হলে মানুষে ঘিরে ধরবে। আজ তিনি আমতায় একটি জনসভায় ভাষণ দেন।