অবতক খবর,২০ জুন: গত ১৯ জুন আমাদের পোর্টালে একটি ছিনতাইয়ের ঘটনা প্রকাশ করা হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। যেখানে করোনা মহামারী গ্রাস করেছে গোটা বিশ্বকে, লকডাউনের জেরে না খেয়ে থাকতে হচ্ছে মানুষকে, আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে কিছু অসৎ ব্যক্তিরা। যখন সকলের নজর করোনা পরিস্থিতির দিকে, ঠিক তখনই আবারও নিজেদের ব্যবসা রমরমা করে তুলেছে জুয়া ব্যবসায়ীরা। ‌ কাঁচরাপাড়ায় বেশ কয়েকটি জুয়ার আড্ডা রমরমিয়ে চলছে। কিন্তু হঠাৎ করে একটি জুয়ার আড্ডা বন্ধ হয়ে যায়। এই খবর যায় স্থানীয় কিছু নেতাদের কাছে। তারাই বন্ধ করে দেয় ওই জুয়ার ঠেক। কিন্তু বাদবাকি সবগুলোই রমরমিয়ে চলছে। খেলা চলছে প্রায় রাত দুটো পর্যন্ত। প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত জুয়ায় নাল পড়ছে। তবে গত ১৮ই জুন রাতে ২২ নং ওয়ার্ডের ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরেই উঠে আসে এই সকল তথ্য। তবে এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যেখানে একদিকে মানুষ খেতে পাচ্ছেন না, আরেকদিকে এই অসাধু ব্যক্তিরা রমরমিয়ে চালাচ্ছে জুয়ার আসর। কার মদতে চালু হল এই জুয়ার ঠেক? আর কারাই বা এতে মদত দিচ্ছে?আর কিভাবে এই দুঃসময়ে চলছে বেআইনি কার্যকলাপ? এই সকল প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তবে জানা গেছে এই সকল বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে বীজপুর থানার পুলিশ।