তোমার জন্য আরো কয়েকটি লাইন

এই কবি
তমাল সাহা

এই এক কবি
হাতে রঙ ব্রাশ তুলি
সহজ শব্দের চয়ন
বর্ণসজ্জায় খোলাখুলি।

আর দেয়ালে সাঁটতো পোস্টার
হাতে আঠার বালতি
বলতো,সব নক্ষত্রের সেরা রেডস্টার।

কবিতায় লিখতো
সব হাতে কাজ চাই
সব পাতে ভাত চাই!

যাই না আসি
মিছিলের মুখ বড় ভালোবাসি।
সময় ছুটছে তাই–
একটু পা চালিয়ে ভাই!