অবতক খবর,৪ জুলাই: ঋণের দায়ে মাকে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার বালি ওয়ান গ্রাম পঞ্চায়েতের, টুঙ্গী ঘোষপাড়া এলাকায়। মৃতের নাম রাইধনী মাঝি, বয়স ৫৬ বছর, স্বামী বীরেন মাঝি। মৃতের দুই ছেলে তার মধ্যে ছোট ছেলে কৃষ্ণ মাঝি বয়স ৩৫ বছর।
ঋণের টাকা শোধ করার জন্য মায়ের সঙ্গে টাকা চেয়ে না পেয়ে ।শেষ পর্যন্ত মাকে কুপিয়ে খুন করল বলে পরিবারের তথা বাবা এবং দাদার অভিযোগ। সকালে ঘরের ভেতর মৃত অবস্থায় রাইধনী মাঝি কে দেখতে পাই পরিবারের লোকজন।
সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় নওদা থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। দেহ প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার বাবু মৃত বলে ঘোষণা করেন।এরপর মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয়। এবং পরে ময়না তদন্তের জন্য বহরমপুরে পাঠানো হবে বলে জানা যায়।
অভিযুক্ত ছোট ছেলে কৃষ্ণ মাঝি পলাতক। গোটা ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য।