আবার করোনা নতুন রূপে?

উড়ে যায় সাদা হাঁস
তমাল সাহা

চেয়ে আছি তোমার দিকে
আক্রান্ত হয়েছি
কোন মহামারি অসুখে।
সংবাদ তো ছড়িয়ে গিয়েছে
উত্তমাশা অন্তরীপে।

চারিদিকে নির্জনতা শুনশান সব।
লকডাউনের তীব্রতার ভেতর
এ কোন খেলা চলে নিশ্চুপ নীরব।

বাতাস বয়ে যায়
সময়ের উৎপ্রেক্ষা অনুপ্রাসের কথা ভাবি।
জীবাণুর আশঙ্কা চতুর্দিক থেকে
ঘিরে রাখে তোমাকে শরীরী।

তোমার আপাদমস্তক
সাদা পোশাকের আস্তরণ।
তার ওপর
এ কোন ক্রান্তিকারী পোশাক!
শুধু চোখ দুটি খোলা রেখে
আমার পাশে বোধিবৃক্ষ যেন দাঁড়িয়ে
বাড়িয়ে দাও দস্তানার হাত।

আমার বিবর্ণ মুখের দিকে তাকাও তুমি।
বলো,কেমন আছো আজ?
আমি দেখি তোমার হাতের নির্মাণ
শুশ্রূষার অপূর্ব কারুকাজ।

কেউ নেই আর আমার পাশে
তুমিও আক্রান্তের সম্ভাবনা
তুলোট কাগজের মতো উড়িয়ে দাও।
জানালার দিকে তাকিয়ে দেখি
ছোট্ট আকাশ,
পাখিরা ডানা মেলে উড়ে যায়।
কটি গাছ দাঁড়িয়ে থাকে স্থির
কোভিড হাসপাতালের চৌতারায়।।

ঘরের শিশুটিকে কার কাছে
রেখে আসো তুমি নির্ভয়ে?
তারপর আবার আমার পাশে এসে দাঁড়াও।
কোন প্রত্যয়ে জীবাণু সংক্রমণের
প্রগাঢ় সম্ভাবনা নিয়ে
গেরস্থালি যাপিত জীবনে মেতে ওঠো!
জীবনকে নিয়ে এতো খেলতে জানো তুমি?

আমি তোমার দিকে চেয়ে থাকি!
এ কোন বসুন্ধরা শান্ত পায়ে হেঁটে যায়
প্রশান্তির শিখা জ্বলে চোখের তারায়।

ধাত্রী শব্দের অর্থ অনুসন্ধানে খুলে ফেলি শব্দকোষ-অভিধান।
শব্দ বিমূর্ত হয়ে তোমার ছবি ওঠে ফুটে
তুমি হয়ে ওঠো চলমান অভিযান।