কার্তিক গুহ :: অবতক খবর :: ২০ ডিসেম্বর :: ঝাড়গ্রাম :: এবারের বড় দিনে বিশেষ আকর্ষণ ” উৎকর্ষ” বাংলার কেক ! এমনই কেক আসতে চলেছে ঝাড়গ্রাম বাজারে। ইতিমধ্যে কেক তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বেকার যুবক যুবতীদের জন্য তৈরি করেছেন উৎকর্ষ বাংলা স্কিম। রাজ্য সরকারের সেই উৎকর্ষ বাংলার অন্তর্গত কেক বানানোর প্রশিক্ষণ হাতে কলমে কাজ শিখেছে ১৫ জন করে মহিলা।
ইতিমধ্যে দুটি ব্যাচে মোট ৩০ জন মহিলাকে কেক বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার সেই কেক বড় দিনের বাজারে নতুন স্বাদ হিসেবে আসতে চলেছে বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে।