অবতক খবর,১৯ ফেব্রুয়ারি,বন্দিপুর :ব্যারাকপুর ২ ব্লকের বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদ আহমেদপুর এলাকা দীর্ঘ কুড়ি বছরের বেশি ভাড়া থাকতেন শ্যামল বাবু এবং তার স্ত্রী। দুই সন্তান একজন ইহলোক ছেড়ে পরলোক গেছেন অন্যজন বাবা মাকে দেখে না। খড়দহ পৌরসভায় সাফাই কর্মীর কাজ করেন শ্যামল মন্ডল। করোনার পর থেকে কোন রকম ভাবে সংসার চলত তাদের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা ছিল তার। তার রোজকারের টাকায় সংসার চালিয়ে ভাড়া দেওয়া প্রায় নাজেহাল হয়ে যাচ্ছিল। এরপরই তাদের এই দুঃখের কথা জানতে পারেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা, নিজে দায়িত্ব নিয়ে আহমেদপুর এলাকায় ওই দম্পতিকে স্থায়ী বাসস্থান এর জায়গা করে দিলেন উপপ্রধান।

আরম্ভরহীন সে ঘর এখন তাদের নিজস্ব, কারুর অধীনে থাকতে হবে না দম্পতিকে। শুধু ঘর নয় সংসারে যাবতীয় জিনিস জামাকাপড় থেকে শুরু করে রেশন সামগ্রী সবই দিয়েছেন উপপ্রধান প্রসেনজিৎ সাহা। দুহাত ভরে উপপ্রধান কে আশীর্বাদ করেন শ্যামল বাবু এবং তার স্ত্রী, তাদের দুজনেরই চোখে জল আনন্দে আত্মহারা তারা। এতদিন পর তাদের এত খুশি এত আনন্দ হবে তারা ভাবতেও পারেনি জীবনে।