অবতক খবর, পশ্চিম মেদিনীপুর :- উপনির্বাচনে ৩-০ হারের ময়নাতদন্তে গেরুয়া শিবির। কেন হার খতিয়ে দেখতে কথা বলা হবে সাধারণ ভোটার থেকে দলের কার্যকর্তাদের সাথে, দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সম্প্রতি করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর বিধানসভা উপনির্বাচনে ভরাডুবি হয়েছে রাজ্য বিজেপি। হাতছাড়া হয়ে গিয়েছে দিলীপ ঘোষের গড় বলে পরিচিত খড়গপুর বিধানসভাও। এবারের এই হারের কারণ খুঁজতে মাঠে নামছে বিজেপি নেতৃত্ব।
পাশাপাশি পরের বছরই রাজ্যে পৌরসভা নির্বাচন, তার আগে নয়া রণকৌশল তৈরি করতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিভিন্ন পৌরসভায় তৈরি করা হয়েছে কমিটি।
দিলীপ ঘোষ জানান যে ইস্যু অনুযায়ী সাধারণ ভোটারদের কাছে তুলে ধরা হবে দলের স্ট্যান্ডপয়েন্ট। একই সাথে বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় কোন্দল মেটাতেও সক্রিয় রাজ্য বিজেপি নেতৃত্ব। নব্য-পুরনো সংঘাতে ইতি টানতে নয়া পরিকল্পনা নিতে চলেছে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে পৌর নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে মরিয়া গেরুয়া শিবির