অবতক খবর,১৮ অক্টোবর: তৃতীয়ার দিন বীজপুরের সুখ্যাতি সম্পন্ন পুজো ১৬’র পল্লী শারদ উৎসবের শুভ উদ্বোধন করলেন হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান হিমানীশ ভট্টাচার্য্য, বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী সুদামা সিং। এছাড়াও উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী সহ উপস্থিত ছিলেন ১৬’র পল্লী ক্লাবের অন্যতম সদস্য তরুণ কুমার মন্ডল। যেহেতু অধিকারী পরিবারের একজন সদস্যা প্রয়াত হয়েছেন,সেই কারণে বিধায়ক এবং কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান পুজো উদ্বোধন করেননি।

দীর্ঘ বছর পুরনো এই পুজো। এই পুজোতে এবার থাকছে বিশেষ থিম। শিল্পীর হাতের নিখুঁত কারুকার্যের ছোঁয়া গোটা মন্ডপ জুড়ে। মনমুগ্ধকর মাতৃ প্রতিমা, নির্মল জলে পুজো মণ্ডপের প্রতিচ্ছবি, আলোকসজ্জায় ও রেল গাড়ির মৃদু মন্দ আওয়াজে এবং মেলার আনন্দের সুবন্ধনে মেতে উঠেছে ১৬’র পল্লী উৎসব প্রাঙ্গণ।