অবতক খবর,২২ মার্চ: উদ্বোধনের নয় বছর পেরিয়ে যাবার পরও আজও চালু হল না ইসলামপুর মহকুমা হাসপাতালে লিফট পরিষেবা। লিফট চালু না হওয়া সংকটনাপন্ন রোগীকে ষ্টেচারে করে সিড়ি ভেঙে ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে।
উল্লেখ্য, ইসলামপুর মহকুমা হাসপাতালে সংকটাপন্ন রোগীকে দ্রুত চিকিৎসা পরিষেবার আওতায় আনতে কয়েক লক্ষ টাকা ব্যায় করে সংক্রিয় লিফটের বসানো হয়েছিল।২০১৬ সালে সেই লিফট আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। লিফটের অপারেটরের অভাবে সেই লিফটের চালু হয় নি।
বিদ্যুৎ ব্যবস্থা না করেই লিফটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ইসলামপুর রোগী কল্যান সমিতিতে আলোচনা করা হয়েছিল।রোগী কল্যান সমিতি লিফট চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দিলেও সেই আশ্বাস আশ্বাসই থেকে গেছে।ইসলামপুর মহকুমা হাসপাতালে সিড়ি ছাড়াও র্যাম্পের ব্যবস্থা থাকলেও রোগীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
পরিস্থিতি বিচার করে বর্তমান ডেপুটি সুপার সন্দীপণ মুখোপাধ্যায় লিফট চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি বলেন বিদ্যুৎ সংযোগ বাবদ প্রায় সাড়ে লক্ষ টাকার একটি এস্টিমেট তৈরী করে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে পাঠিয়েছি। দুই তলের ইসলামপুর মহকুমা হাসপাতাল হওয়ায় সেখানে কোন অপারেটর নিয়োগ করা হচ্ছে না।রোগীর আত্মীয়রাই এই লিফট পরিচালনা করে লিফট চালু করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে বলে সন্দীপণ বাবু জানিয়েছেন।