অবতক খবর,শান্তিনিকেতন,২০ জুনঃ  বিশ্বভারতীতে আবারো ছাত্র বিক্ষোভ । অনলাইন পরীক্ষা দাবিতে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বয়কট করে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো।

তাদের দাবি, অনলাইনে পরীক্ষা নিতে হবে কারণ করোনা পরিস্থিতির জন্য সিলেবাস শেষ করা যায়নি। তাছাড়াও বর্তমান পরিস্থিতি অগ্নিপথের জন্য বিভিন্ন রাজ্য থেকে ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত ক্যাম্পাসে এসে পৌঁছাতে পারেনি। এই সমস্ত দাবি নিয়ে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভে সামিল সাধারণ ছাত্রছাত্রীরা। তাদের দাবি অনলাইনে পরীক্ষা যদি না হয় সে ক্ষেত্রে এই ভাবেই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবে বিশ্বভারতী সাধারণ ছাত্রছাত্রী পড়ুয়ারা।

এই ছাত্র আন্দলোনের জেরে বিশ্বভারতীর ভাষা ভবনের বিভিন্ন বিভাগীয় প্রধানেরা বাইরে আছেন। তাদেরকে আন্দোলন কারী ছাত্র-ছাত্রীরা ভবনে প্রবেশ করতে বাঁধা দিয়েছে বলে জানিয়েছে অধ্যাপকের একাংশ।