অবতক খবর,২৮ আগস্ট: উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি পরীক্ষিত নাগের নির্দেশে ও
এবং নৈহাটি বিধানসভা ও ব্যারাকপুর লোকসভা ছাত্র পরিষদ ইনচার্জ সুব্রত চক্রবর্তীর উদ্যোগে আজ ছাত্র পরিষদের ৬৭তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল। পতাকা উত্তোলনের মাধ্যমে নৈহাটি বিধানসভার অন্তর্গত জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সন্মুখে(নৈহাটী শহর কংগ্রেস কার্যালয়ে এবং জেটিয়া কংগ্রেস কার্যালয়ে)পতাকা উত্তোলন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,জেলা কংগ্রেসের সহ সভাপতি পরেশ সরকার,নৈহাটি শহর কংগ্রেস সভাপতি স্বপন বিশ্বাস ও ঋষি বঙ্কিম ব্লক(২)এর সভাপতি অলোক ঘোষ,সাধারণ সম্পাদক তাপস ঘোষ,কংগ্রেস নেতা প্রদীপ কুন্ডু,নৈহাটি বিধানসভার ছাত্রনেতা স্বরাজ মান্ডি,ছাত্রপরিষদ নেত্রী পূজা দাস,সোহম সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।