অবতক খবর,৩০ অক্টোবর: উত্তর সিকিম ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল নিউ ব্যারাকপুর সুকান্ত সরণীর বাসিন্দা এক মহিলা সহ দু’বছর আট মাসের এক শিশুর। মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ ডিসেম্বর তারিখ নিউ ব্যারাকপুর সুকান্ত সরনীর বাসিন্দা শোভন শাসমল বছর ৩৫ এর ব্যক্তি সহ তার স্ত্রী বছর ২৫ এর পিয়ালী শাসমল ও তার দু’বছর আট মাসের মেয়ে কে নিয়ে বেড়াতে যান।
গত ২৮ ডিসেম্বর শনিবার উত্তর সিকিমের জুলুক থেকে গ্যাংটক এর হোটেলে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় শাসমল দম্পতিদের গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারান পিয়ালী শাসমল (দাশগুপ্ত) এবং তার কন্যা শ্রীনিকা শাসমল।
গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় শোভন শাসমল কে। বর্তমান শোভন সহ গাড়ির চালক গ্যাংটক হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্ত্রী ও মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা রয়েছে বলেই জানান প্রতিবেশীরা। এলাকার শাসমল দম্পতিরদের এমন দুর্ঘটনার খবর পেতেই এলাকায় নেমেছে শোকের ছায়া। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহত শোভন সহ তার স্ত্রী ও সন্তানের দেহ নিউ ব্যারাকপুরের বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি শুরু করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।