অবতক খবর,১৫ সেপ্টেম্বরঃ উত্তর ব্যারাকপুর পৌরসভার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝে মাঝেই পানীয় জলের সমস্যা দেখা দিত। এবার সেই সমস্যা মেটাতে উদ্যোগী পৌর সভা। খুব শীঘ্রই উত্তর ব্যারাকপুর পৌর সভায় শুরু হবে বেশ কিছু জল প্রকল্পের কাজ। এই পৌর এলাকার বেশ কয়েকটি জায়গায় তৈরী হবে রিজার্ভার। এই পৌর সভায় কোন আন্ডার গ্রাউন্ড রিজার্ভার ছিল না তাই জলের কষ্ট হতো একাজাবাসির। তাই ব্যারাকপুর মনিরাম পুরে এবং নবাব গঞ্জে খুব শীঘ্রই শুরু হবে আন্ডার গ্রাউন্ড রিজার্ভার তৈরির কাজ।

সেই সঙ্গে পূর্বাশা তেও প্রায় ২২ কাঠা জায়গা নিয়ে আরো একটি রিজার্ভার তৈরী করতে চাইছে পৌর সভা যার জন্য কে এম ডি এর সাথেও কথা বলছে পৌর কর্তৃপক্ষ ।

আর এই প্রকল্পের ফলে পৌর সভার প্রায় ১ লক্ষ ৬০ হাজার বাসিন্দা উপকৃত হবেন বলে জানালেন উত্তর ব্যারাকপুর পৌর সভার সি আই সি তথা কাউন্সিলর প্রদীপ বসু।