অবতক খবর,১৮ মার্চঃ শনিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের সাহাপুর এলাকায় আরএসপির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো লোকাল সম্মেলন। এদিনের এই সম্মেলনে কৃষকদের একাধিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আর এসপির জেলা সম্পাদক ভাসান চন্দ্র রায় বলেন বর্তমানে আলুর দাম খুব কম তিনি রাজ্য সরকারের কাছে আলুর দাম বাড়ানোর আবেদন করেন। আলুর দাম না বাড়লে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিলেন।
ABTAK EXCLUSIVE