অবতক খবর,১৯ সেপ্টেম্বরঃ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত সুজালি অঞ্চলের গোয়ালগছ গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত। এদিন গ্রামবাসীরা জানান আমাদের ঘুম কেড়ে নিয়েছে আমাদের গোয়ালগছ বুথের মেম্বার বদির এর মা হাজিনা তার স্বামীকে হত্যা করার পরিকল্পনা করেন বলে জানান গ্রামবাসীরা। কখনো বালিশ চেপে, কখনো বা ছুরি দিয়ে মারার চেষ্টা করেন। বদিরের বাবা আবুল হক গ্রামে কখনো দড়ি নিয়ে কখনো বা ছুরি নিয়ে গ্রামবাসীকে বলেন আমি আত্মহত্যা করব গ্রামবাসী বিষয়টা জানতে চাইলে তিনি বলেন আমার স্ত্রী ও মেয়ে এবং বৌমা আমাকে প্রতিদিন মারার চেষ্টা করে, আমাকে ঠিকমতো খেতে দেয় না। আমাকে কখনো বালিশ চেপে কখনো ছুরি দিয়ে মারার চেষ্টা করে বলে জানান গ্রামবাসীদের। সোমবার বিকেলে গোয়ালগজ গ্রামের মেম্বার বদিরের মা বদিরের বাবাকে মারধর করে এবং ছুরি দিয়ে হাতে কেটে দেয় তখন তিনি চেঁচামেচি করতে শুরু করে এবং গ্রামবাসীর দের সাহায্য চাই বলে চিৎকার করে গ্রামবাসীরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বললে পঞ্চায়েত সদস্যের মা হাজিনা গ্রামবাসীদের গালিগালাজ করে এবং বললেন যে আমার স্বামীকে মেরে গ্রামের মানুষকে শিক্ষা দিব। এই ভয়ে গ্রামের মানুষ ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দেন খবর পেয়ে ঘটনা স্থলে রামগঞ্জ ফারির পুলিশ আসে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দিন সুজালি অঞ্চলের কনভেনার ময়নো জানান বদির এর মা তার স্বামী কে খুন করে গ্রামবাসী কে ফাঁসানোর চক্রান্ত করছে। এটা আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করবো বলে জানান।