অবতক খবর,২৯ জানুয়ারিঃ ইটাহারের বিধায়ক মোশাররফ হুসেন, ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ইলুয়াবারি বাইপাস শিল্প তালুক পরিদর্শন করতে আসেন। মোশাররফ হোসেন বলেন, এখানে ৬৪টি প্লট রয়েছে, এর আগেও এখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠা ও বিস্তার করার জন্য আমরা প্রশাসনিক বৈঠক করেছি। খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট এবং অন্যান্য ধরণের শিল্প, বিশেষ করে আনারস এবং চা শিল্প স্থাপনের উপর জোর দেওয়া হচ্ছে। অনেক শিল্পপতিকে অনেক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি প্লট বরাদ্দের জন্য শিল্পপতিদের আবেদন নেওয়া হবে।

এ প্রসঙ্গে তিনি মার্চেন্ট এসোসিয়েশন এর সঙ্গে কথা বলেছি বলে জানিয়েছেন। তিনি বলেন ইসলামপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কটি ফোর লেনের ধারে অবস্থিত হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় সঙ্গে সঙ্গে বিহারে যাওয়ার জন্য সুন্দর রাস্তা রয়েছে, যার কারণে এখানে শিল্পের বিকাশের অপার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এই স্থানে শিল্প স্থাপনের জন্য তার দপ্তরের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। বিধায়ক বলেন, ইন্ডাস্ট্রিয়াল পার্কের বাউন্ডারির ​​কাজ হয়ে গেছে, পানীয় জল ও ড্রেন ইত্যাদির ব্যবস্থাও করা হবে অতি দ্রুততার সঙ্গে।