অবতক খবর,১২ ডিসেম্বর,গোয়ালপোখর:উত্তর দিনাজপুর জেলাকে সৌর বিদ্যুৎ প্রকল্পের আয়তায় নিয়ে আসতে একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন রাজ্যের NRES দপ্তরের এডিশনাল চিপ সেক্রেটারি শ্রী বরুন কুমার রায়। এদিন গোয়ালপোখর বিডিও অফিসে এই বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, ইসলামপুর মহকুমা, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি, গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সহসভাপতির প্রতিনিধি আহমেদ রেজা সহ ব্লকের প্রশাসনের আধিকারিকরা।

জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় স্কুল, হোস্টেল গুলিতে সৌর বিদ্যুৎতের প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কাজে লাগানো হবে। এর ফলে অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এদিন গোয়ালপোখরের গতি এলাকায় কলেজের জমি পরিদর্শন করে দেখেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।