অবতক খবর,১৬ সেপ্টেম্বর,কাঞ্চনপুর প্রতিনিধি:- উত্তর ত্রিপুরা জেলা কাঞ্চনপুর মহকুমা আই,পি,এফ,টির কাঞ্চনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে একটি যোগদান সভা অনুষ্ঠিত হল আজ । বি বি সি বাজার এলাকায় আই,পি,এফ,টি দলের কর্মী সমর্থকদের নিয়ে রেলি করে । দশদা এলাকায় পরিক্রমা করেন ।

এই যোগদান সভায় ৬৮ পরিবার ও ২৪৭ ভোটার সি,পি,আই,এম ও তীপ্রা মতা দল ত্যাগ করে । আই,পি,এফ,টি দলে সামিল হন সবাই উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সভাপতি ও প্রাক্তন ফিশারী দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং বিভাগীয় কমিটির সদস্য সুকুমার রিয়াং ও উদা রাম রিয়াং।