সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: কোচবিহার জেলার অন্যতম নদী কালজানি। বর্ষায় প্রতিবারই নাটাবাড়ী এলাকার বিভিন্ন স্থানের কৃষিজমির ক্ষয়ক্ষতি হয় এই কালজানি নদীর প্লাবনে। নাটাবাড়ী অঞ্চলের সাধারণ কৃষকদের দীর্ঘদিনের দাবিতে এখানে নদীবাঁধের ব্যবস্থা করা হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ইরিগেশন বিভাগের ব্যবস্থাপনায় আজ সোমবার কালজানি নদীতে ১৮৫মিটার বাঁধের শুভ সূচনা করা হলো। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এই কালজানি নদীর বাঁধের শুভকামনায় নারকেল ফাটিয়ে নদীবাঁধের শুভ সূচনা করান ।
সূচনা লগ্নে সেখানে উপস্থিত ছিলেন ইরিগেশন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী বর্মন, নাটাবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষিনী রায় প্রমুখ পদাধিকারী ব্যক্তিগণ। এছাড়াও উপস্থিত থেকে দীর্ঘদিনের প্রতীক্ষিত কালজানি নদীবাঁধের শুভসূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার হাজার হাজার কৃষক। কালজানি নদীতে বাঁধ পেয়ে নাটাবাড়ীর মানুষ ভীষণভাবে খুশি।