অবতক খবর,৩১ মে: হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের কাজে চরম গাফিলতি অভিযোগ সকাল থেকে সরকারি বাস থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে বড়ঞা থানার মারুট গ্রামে।প্রায় ১৫০কোটি টাকা ব্যায়ে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের কুলি মোড় থেকে ফুটিসাঁকো অবধি ২৯ কিলোমিটার রাস্তার কাজ শুরু হলেও নেই কোনো গতি।

অত্যন্ত ধীর গতিতে কাজ হবার কারনে নিত্যদিন ঘন্টার পর ঘন্টা রাস্তা তেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে সরকারী বেসরকারী দূরপাল্লার বাস ও পন্যবাহী ট্রাক দের স্থানীয় দের অভিযোগ এই রাস্তার উপর দিয়ে রাজ্যস্য ফাঁকি দিয়ে বহু অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করার কারণে ও রাস্তার কাজে গাফিলতি কারনে প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছে তারা।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাওয়ার প্রধান সড়ক এই হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক আর এই সড়কের এমন অবস্থায় ক্ষুব্দ যাত্রি থেকে চালকরাও।