নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: শিলিগুড়ি ::বনধে্ শুনশান এন জে পী ষ্টেশন।আজ সকাল থেকেই এন জে পী তে ট্রেন আসার সংখ্যা খুবই নগন্য।বহু ট্রেন রাস্তায় অবরোধের কারনে আটকে।

পদাতিক উত্তরবঙ্গ এক্সপ্রেস সব ট্রেনই দেরীতে পৌছায়।বনধ্ এর জন্য গৌহাটি থেকে এন জে পী গামী কোন ট্রেনই সকাল এগারোটা পর্যন্ত এসে পৌছায়নি।বহু যাত্রী অপেক্ষারত এন জে পী ষ্টেশনে।

এন জে পী ষ্টেশন ম্যানেজার জানিয়েছেন,বনধ্ এর কারনে বহু ট্রেন আটকিয়ে রাস্তায়।তিনি জানান বিকেলের মধ্যে সব ট্রেন পৌছে যাবে।