অবতক খবর :: হুগলি :: উত্তরপাড়া থেকে কোলকাতা করুনাময়ী অবধি বাস পরিষেবা চালু হলো। সোমবার ধাসরা পেট্রোল পাম্প থেকে চালু হলো এই বাস পরিষেবা। এই বাস পরিষেবা চালু হওয়ার অনেক মানুষের সমস্যা অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে।
এদিন এই বাস পরিষেবার সূচনা করেন উত্তরপাড়া পুরসভার প্রশাসক তথা হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব। যাতে মানুষের অফিস যেতে সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এই পরিষেবা চালু হলো।